জীবনের সন্তুষ্টি

জীবনের সন্তুষ্টি

একদিন একটি জেলে নদীর পাশে বসে আরাম করছিল এবং তার সাথে ছিল ঝুড়ি ভরা কিছু মাছ।

এসময় এক ব্যাবসায়ী সেখান থেকে পারাপার হচ্ছিল। তাই জেলেটিকে বসে থাকতে দেখে তিনি থামলেন।

তুমি বিশ্রাম করে নিজের সময় নষ্ট কেনো করছো? যাও আরো কিছু মাছ ধরো – ধনী ব্যাবসায়ী পরামর্শ দিলেন।

তখন জেলে উত্তর দিল- আমার যতটুকু মাছ প্রয়োজন আমি ধরে নিয়েছি। তাই এখন ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য ধূমপান করছি।

জেলের এই কথা শুনে ব্যাবসায়টি আপত্তি জানালো এবং সে বললো – যদি তুমি এই সময় মাছ ধরার ক্ষেত্রে ব্যাবহার করো, তাহলে তোমার চাহিদার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবে। এই কথা শুনে জেলেটি প্রশ্ন করল – আচ্ছা তারপর কি?

বেশি অর্থ উপার্জন করার পর তোমার যে সঞ্চয় থাকবে সেই সঞ্চয় আরো বৃদ্ধি পাবে। যেটা দিয়ে তুমি সমুদ্রের আরো গভীরে যেতে পারবে এবং আরো বড়ো মাছ ধরতে পারবে। এভাবে চাইলে তুমি অনেক অর্থ উপার্জন করতে পারো।

শুনে জেলেটি আবার প্রশ্ন করল – তারপরে কি ?

তারপর তুমি একসাথে অনেকগুলি নৌকা কিনে নিতে পারো। এরসাথে তুমি আরো কয়েকজনকে তোমার সাথে নিয়ে হাজার হাজার মাছ ধরতে পারবে এবং একদিন তুমি আমার মত ধনী হয়ে উঠবে।

জেলেটি সব শুনে আবার প্রশ্ন করল – তারপর কি হবে?

তারপর তুমি কাজ বন্ধ করে বিশ্রাম করতে পারবে এবং নিজের জীবন উপভোগ করতে পারবে। যেভাবে আমি নিজের জীবনকে উপভোগ করতে পারছি।

জেলে দীর্ঘ শ্বাস ছেড়ে বল্লেন – আচ্ছা। ঠিক আমার মত, যেমনটা আমি ইতিমধ্যে করছি । আমি তো এখন বসেই আছি এবং আমার জীবনের প্রত্যেক মুহূর্ত কে উপভোগ করছি।

এই শুনে ব্যবসায়ীর মুখ স্তব্দ হয়ে গেল।

নীতিকথা

জীবনকে উপভোগ করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয়না। যেটুকু দরকার সেটুকু হলেই যথেষ্ট।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.