Turkey Earthquake: ভূমিকম্পে তছনছ তুর্কি, রিখটার স্কেলে ৭.৮

সোমবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প অনুভূত করে তুরস্কোবাসী। এর মধ্যে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ভোর ৪ টায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৭.৮। ভূমিকম্পটি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গিয়েছে ! হাজার হাজার বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়েছে।

একই ধরনের দৃশ্য দেখা গিয়েছে সিরিয়াতে। সিরিয়ার অনেক ছোট বড়ো শহরে বিরাট কম্পন অনুভূত হয়েছে। শুরু হয়েছে মৃত্যু মিছিল, এই সমস্ত কম্পনের কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ থেকে ৮০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে।

এখনো পর্যন্ত একুশহাজারের ও বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতিকে মাথায় রেখে আগামী ৩ মাসের জন্য ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে তুর্কিতে । এছাড়া আগামী সাতদিন জাতীয় শোক ঘোষণা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান |

তুর্কি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ভূমিকম্পে বিপর্যস্ত এলাকা গুলিতে মানুষ থাকার জন্য তাবুর ব্যাবস্থা ও খাওয়ারের ব্যাবস্থা করা হয়েছে। পাঁচ হাজার বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন ।

Turkey Earthquake : প্রকৃতির তাণ্ডবে বিশ্ব মানচিত্রে বদল

তুর্কি ও সিরিয়াতে ধ্বংসলীলা চালিয়েছে প্রকৃতি, আর এর জেরে মানচিত্রে বদল হয়েছে। কি বলেছেন বিশেষজ্ঞরা?

একের পর এক ভূমিকম্পের জেরে কার্যত নিশ্চিহ্ন হতে চলেছে তুর্কি। এই ধ্বংসলীলায় তিন মিটার সরে গিয়েছে দেশটিম, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞগণ। এককথায় বলা যেতে পারে দেশটির ভৌগলিক অবস্থান গত পরিবর্তন এসেছে মাত্র কয়েকঘন্টায় ।

তুর্কির পাশে ভারত

turkey earthquake india help news in bengali

তুর্কি এখন ধ্বংসস্তূপ এ পরিনত হয়েছে। প্রকৃতির এই আচরণে অনেক ভয়ংকর দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এতে শিউরে উঠছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত (PM Narendra Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী বিশেষ প্রশিক্ষণ কুকুর। আরো জানিয়েছেন আগামী দিনে আরো (Indian Air Force) বিমান পৌঁছবে জরুরি সামগ্রী নিয়ে ।

এছাড়া বিভিন্ন দেশ একের পর এক সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে। আমেরিকান পেসিডেন্ট যো বাইডেন সব ধরনের সাহায্যের কথা বলছেন। তিনি বলছেন তুর্কি ও সিরিয়াতে প্রকৃতির যে ধ্বংসলীলা চলছে তাতে বহুমানুষ আহত ও নিহত হয়েছে l তুর্কির এই ভয়াবহ পরিস্তিতির ওপর নজর রাখছে আমেরিকা।

তুর্কিতে নিখোঁজ ভারতীয় নাগরিক

তুর্কিতে নিখোঁজ এক ভারতীয় নাগরিক। কর্মসূত্রে গিয়েছিলেন সেই নাগরিক বলে জনগিয়েছে, তার মধ্যেই কেপে উঠেছে তুর্কি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। ভূমিকম্পের শিকার হয়েছেন আরো অনেক ভারতীয়রাও।

এই বিষয় নিয়ে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করছে তুর্কি তে থাকা ভারতীয় দূতাবাস আরো ১০ জন ভারতীয় আটকে রেখেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক । নাগরিকদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তুর্কি প্রশাসন।

Photo of author
Koushik Ghosh

Leave a Comment